সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারি ও দুস্কৃতিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরই ধারাবাহিকতায় সাল্লায় উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা কোন অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কী না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনা এক অশনি সংকেত।

[৪] তিনি বলেন, এদেশের জনগণ এখন ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। ভয়াল পরিবেশের কারণে এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে।
[১] ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে ২০২৪ সালে উৎপাদন শুরু ≣ [১] বাঘারপাড়ায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫ ≣ [১] নন্দীগ্রামে সামাজিক দূরত্ব বাজায় রাখতে কঠোর অবস্থানে প্রশাসন

[৬] বৃহস্পতিবার বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *