সাইবার আক্রমণ রুখতে…

সোশ্যাল মিডিয়ায় হুমকি, ট্রোলড হওয়াসহ নানা বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের সঙ্গে হাত মেলালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় হুমকি, নোংরা ভাষায় আক্রমণ, আজকাল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এ ধরনের আক্রমণের শিকার সব থেকে বেশি তারকাদেরই হতে হয়। অনেকেই এর বিরুদ্ধে সরব হয়ে থাকেন। তবে এবার এ ধরনের সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে মহারাষ্ট্র পুলিশ। আর তাদের সঙ্গে হাত মেলালেন এই অভিনেত্রী। সোনাক্ষী সিনহার কথায়, সোশ্যাল মিডিয়া এসেছিল ভালোবাসা, ইতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যজনকভাবে সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির কারণে এই জায়গাটা ক্রমাগত মানসিক চাপের কারণ হয়ে উঠছে, বিষাক্ত হয়ে উঠেছে।
আমিও সাইবার দুনিয়ায় আক্রমণ হুমকির শিকার হয়েছি। এ ধরনের বিষয় মানুষকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তোলে। আর তাই এ ধরনের সাইবার আক্রমণ, হুমকিতে দাঁড়ি লাগাতে চলেছি। সাইবার দুনিয়ায় এ ধরনের কদর্য আক্রমণ, হুমকি বন্ধ করতে মহারাষ্ট্র পুলিশের তরফে প্রচার চালানো হবে। যে প্রচারের জন্য ৫টি লাইভ কথোপকথনের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে অংশ নেবেন অভিনেত্রী সোনাক্ষীও। প্রসঙ্গত, সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হওয়ার পর সাময়িক ভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষী। আর তারপরই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *