সরব সোচ্চার আসিফ

দেশীয় সংগীতের অন্যতম শীর্ষ তারকা আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে অডিও ইন্ডাস্ট্রিতে একের পর এক গান উপহার দিয়ে যাচ্ছেন। যদিও মাঝে কিছু সময় গান থেকে দূরে ছিলেন। তবে এখনো যেকোনো উৎসব কিংবা বিশেষ দিনে আসিফ আকবরের গান প্রকাশ যেন নিয়মে পরিণত হয়েছে। এই তারকা যখন থেকে ক্যারিয়ার শুরু করেছেন সে সময়ের আর কেউই এতটা সরব নন সংগীতে। গেল ভালোবাসা দিবসেও একাধিক গান নিয়ে হাজির ছিলেন আসিফ। হাজির ছিলেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান নিয়েও। এদিনটিতে তিনি হাজির ছিলেন ওপার বাংলার বরেণ্য সংগীতজ্ঞ কবির সুমনের কথা-সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গান নিয়ে।
এ বছর এখন পর্যন্ত আসিফের প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- ভালোবেসেই দেখো, দাবাড়ুর চাল, কেন এত ভালোবাসি, প্রাণো বন্ধুয়া, মিথ্যে কথার গান, মিথ্যে কথা নয়, বাহানা, তুমি আমার সব, দিলের রানী, বেখেয়ালী মন প্রভৃতি। গানের তালিকাই বলে দেয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনার এই কঠিন সময়েও এ সংগীত তারকা কতটা সরব। এদিকে আরও প্রায় দুই ডজন গান প্রকাশের অপেক্ষায় রয়েছে তার। শুধু গানেই নয়, সংগীত তথা দেশ-বিদেশের বিভিন্ন অন্যায় ও অবিচারের বিরুদ্ধেও সর্বদা প্রতিবাদী রূপে হাজির হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন নিজের অনবদ্য লেখনীর মাধ্যমে। আর এ কারণেই সাধারণ মানুষের প্রশংসাও কুড়ান তিনি। সরব ও সোচ্চার থাকা নিয়ে আসিফ বলেন, আমি গানে সরব আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এটাই আমার নীতি। এভাবেই আমি শুরু থেকে চলছি। আমি শ্রোতাদের শিল্পী। তাদের জন্য গান করাটা আমার দায়িত্ব। আর সেটা আমি পালন করে যাচ্ছি। আরও অনেক নতুন গান আসছে সামনে। আর অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়টাতো প্রতিটি মানুষেরই দায়িত্ব। হয়তো আমরা বেশির ভাগই সেই দায়িত্ব এড়িয়ে যাই। কিন্তু বিবেকের কাছে আমরা কী জবাব দেবো! এই যে আমি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হই, প্রতিবাদ করি এটাই আমার ন্যাচার। এটাকে কখনো দমিয়ে রাখা যাবে না, বদলানো যাবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *