সমালোচিত নোবেল

গেল বছরের শেষটা ভালোই ছিল ‘সারেগামাপা’ খ্যাত নোবেলের। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে ‘অভিনয়’ শিরোনামের গানটি প্রকাশের পর পরই বেশ প্রশংসিত হন তিনি। গানটির আড়ালে হারিয়ে যায় যত সমালোচনা। এরপর একই প্রতিষ্ঠান থেকে আরও একটি গান প্রকাশ হয় চলতি বছর। তবে সেটি আগের গানটির মতো সাড়া ফেলতে পারেনি। এদিকে বিধিবাম, তিনি আবারো সেই চেনা রূপে ফিরে এলেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান। কিন্তু এরপর জানা যায় তিনি মিথ্যাচার করেছেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, প্রত্যক্ষদর্শীরা জানান তিনি নিজেই দুর্ঘটনাটি ঘটিয়েছেন। এমনকি কোনো বৃদ্ধই দুর্ঘটনার শিকার হননি। উল্টো দিক থেকে আসা নোবেলের বাইকে দুর্ঘটনার শিকার হন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এর রেশ কাটতে না কাটতেই সংবাদপত্র নিয়ে ব্যঙ্গাত্মক একটি ফেসবুক পোস্ট করলেন তিনি। এ গায়ক লিখেছেন, পত্রিকা নিয়ে এত মাতামাতির কি আছে? এখন তো ইন্টারনেটের যুগ। পাশের বাড়ির খালাতো ভাই গতকাল ইউটিউব চ্যানেল তৈরি করে বলতেছে, নোবেল ভাই! আমি সাংবাদিকতা শুরু করতেছি। দোয়া কইরো। বললাম, ওকে! এই পোস্টের মধ্য দিয়ে আবারো বিতর্কের মুখে পড়েছেন নোবেল। এরআগে গত বছর কিংবদন্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *