সবার কিছু নতুন অভ্যাস গড়ে উঠেছে -দিলশাদ নাহার কনা

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। করোনার কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। করোনায় গাজীপুরে লম্বা একটা সময় কাটিয়েছেন পরিবারসহ। অবশেষে বিরতির পর ফের কাজ শুরু করেছেন এ গায়িকা। এরইমধ্যে নতুন গান রেকর্ড, শুটিং সহ কাজে সরব হচ্ছেন তিনি। এ বিষয়ে কনা বলেন, অনেক দিন বিরতিতে ছিলাম। করোনার কারণে কাজ করিনি। বেরই হয়েছি অনেক কম বাসা থেকে।
তবে নিউ নরমাল লাইফে আমরা অভ্যস্ত হচ্ছি। আমিও কাজ শুরু করেছি। যদিও সব কিছু অন্যরকম লাগছে। কারণ স্বাস্থ্যবিধি মেনে কাজ করাটা নতুন একটি বিষয়। কিছু করারও নেই। কতদিন মানুষ কাজ বন্ধ করে বসে থাকবে। করোনাকাল প্রসঙ্গে এ গায়িকা বলেন, কয়েক মাস একদমই বন্দি ছিলাম। তবে এই সময়ে আমাদের সবার কিছু নতুন অভ্যাস গড়ে উঠেছে, যেগুলো ভবিষ্যতের জন্য ভালো। নিজের স্বাস্থ্য, খাবার, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে সচেতন হয়েছি আমরা। আগে এতটা সচেতন কেউ ছিলো না। এখন স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিভিন্ন ভিটামিন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখছি কিনা সেই বিষয়ে খেয়াল রাখছি। হাইজেনিক বিষয়টি প্রভাব ফেলেছে বেশ। এ ইতিবাচক বিষয়গুলো নিজেদেরই কিন্তু কাজে লাগবে। নতুন কাজের কি খবর? কনা বলেন, বেশ কিছু গানের কাজ পেন্ডিং হয়ে আছে। বাপ্পা মজুমদার দা আমার জন্য দুটি গান করেছেন, সেগুলো শেষ করবো। শান ও আহমেদ হুমায়ুনের সুরে একটি করে গান করেছি। আরো কিছু গানের কাজ হবে সামনে। চলচ্চিত্রের গানেও কন্ঠ দেবো। আর টুকটাক শুটিং করছি বিভিন্ন টিভি চ্যানেলের। অনলাইন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। তবে যে কাজই করি না কেন স্বাস্থ্যবিধি মেনে করার চেষ্টা করছি। কনা বলেন, করোনা কবে যাবে আর কবে স্টেজ শো শুরু হবে তার কোনো ঠিক নেই। সেদিক থেকে শিল্পী ও মিউজিশিয়ানরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পরছেন। পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতিটা আরো অনেক হয়ে যাবে। যেটা আমাদের কারো কাম্য নয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *