সংক্রমণ ৫ লাখ ৭০ হাজার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ১ বছর ১৩ দিন পার করল বাংলাদেশ। এ সময় দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজার। সম্প্রতি প্রাণঘাতী কভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। এতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদিকে সরকার কঠোর অবস্থানে যেতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

গতকাল দেশে আরো ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন। দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২১৯টি পরীক্ষাগারে মোট ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত করোনা রোগীর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৯০ জনে। সর্বশেষ বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৬৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪০৫ জনে।

গতকালের নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। মোট সুস্থতার হার ৯১ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে গতকাল করোনাভাইরাস প্রতিরোধে ৮০ হাজার ২২২ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন নারী ও পুরুষ। এদের মধ্যে ৯০৬ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা মহানগরীতে ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৬টিতে ১০ হাজার ৪ জন টিকা নিয়েছেন। বাকি একটিতে টিকা কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২০ হাজার ৯৯৫ জন, ময়মনসিংহে ৫ হাজার ৪৩৭ জন, চট্টগ্রামে ১৪ হাজার ৪৪, রাজশাহীতে ১০ হাজার ৯৮৬, রংপুরে ১২ হাজার ১১, খুলনায় ৯ হাজার ৭২২, বরিশালে ৪ হাজার ৮৮ ও সিলেটে ২ হাজার ৯৩৯ জন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর খবর জানিয়েছিল সরকার। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৪তম এবং মৃতের দিক দিয়ে ৪১তম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *