ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ১৩৫ চেয়ারম্যান পদে আ.লীগ-৭৬, বিদ্রোহী ও বিরোধী ৫৯ জয়ী

মহসীন কবির: [২] গতকাল ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৫৫ শতাংশ। ২১৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও দুটি  ইউপিতে ভোট গ্রহণ স্থগিত হয়।

[৩] ফলে ২১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৫টির ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী ২৬, বিএনপি ও স্বতন্ত্র ২১, অন্যান্য ১২ জন জয়ী হয়েছেন।

[৪] শতভাগ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। তবে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির কারণে ভোট কম পড়েছে। ইসির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে জানানো হয়েছে, এই ধাপে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে।

[৫] ২২টি জেলার ৪২টি উপজেলায় ষষ্ঠ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *