শ্রমিক দিবসেও…

গত বছর করোনার সময় যখন ঘরবন্দি ছিলেন তখন সময়টাকে কাজে লাগানোর জন্য ইউটিউব চ্যানেল খুলেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। নাম ‘চাঁদনী টিউব’। তারপর থেকেই তিনি নিয়মিত ডিজিটাল এই মাধ্যমটিতে। তার চ্যানেলে মূলত নাচের ভিডিও বেশি। বিশেষ দিবসে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হন এই নৃত্যশিল্পী। এবার আসন্ন শ্রমিক দিবসেও একটি বিশেষ পারফরম্যান্স থাকছে বলে জানান চাঁদনী। তিনি বলেন, ইউটিউব চ্যানেলে ভালো ভালো কাজ করেছি এবং করছি। কিংবদন্তি নৃত্যশিল্পীদেরকে নিয়ে একটা কাজ করেছি। নতুন-পুরনো প্রজন্ম সবাইকে মিলিয়ে।
এ ছাড়া কলকাতার নামকরা আবৃত্তিকার প্রীতি পল্লীর আবৃত্তির সঙ্গে নজরুলের ‘নারী’ টা করেছি। শ্রমিক দিবসে নতুন একটা কাজ করছি। কাজটা সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে সমপ্রতি ‘অসমাপ্ত চা’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চাঁদনী। অভিনয়ে এখন কেন অনিয়মিত জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, অন্যান্য ব্যস্ততার কারণে অভিনয়ে অনিয়মিত। আর ঐ ধরনের চরিত্র পাই না যার জন্য আগ্রহ জাগবে শত ব্যস্ততা ফেলে কাজ করার। তবে ভালো চরিত্রের জন্য সব সময়ই মুখিয়ে থাকি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *