শেখ জামালকে রুখে দিলো রহমতগঞ্জ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে রুখে দিলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালিজনভ ওতাবেকের গোলে এগিয়ে গেলেও রহমতগঞ্জের ক্রিস রেমির গোলে পয়েন্ট হারায় শফিকুল ইসলাম মানিকের দলটি।
পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখানো শেখ জামাল প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ২৭তম মিনিটে গোল করতে ব্যর্থ হয় শেখ জামাল। এসময় ফ্রি কিক থেকে উড়ে আসা বল সানোয়ার ঠিকমতো প্লেসিং করতে পারেননি।
৪৭তম মিনিটে ফের সুযোগ পায় শেখ জামাল। ওতাবেকের ফ্রি কিক থেকে আসা বল ওমর জোবের পর নুরুল আবছারের শটও ফিরিয়ে দেন ডিফেন্ডাররা। তবে দুই মিনিটের ব্যবধানেই গোলের দেখা পায় টেবিলের দুইয়ে থাকা দলটি।
৪৯তম মিনিটে দলকে এগিয়ে দেন ওতাবেক। বাঁ দিক থেকে উজবেক মিডফিল্ডারের কর্নার বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। তবে লিড নেয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি শেখ জামাল। ৫১তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। শাহেদুল আলমের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় সমতা ফেরান ক্রিস রেমি। ড্র ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি ধাক্কা খায় শেখ জামাল। রেমিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গাম্বিয়ান স্ট্রাইকার সুলাইমান সিল্লাহ। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংস ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রহমতগঞ্জের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *