শুরু থেকেই আমি তার বিপরীতে হাঁটছি – ফারজানা ছবি

ছোটপর্দার প্রিয়মুখ ফারজানা ছবি। ১৯৯৮ সালে আব্দুল্লাহ আল মামুনের ‘চিঠি’ শিরোনামের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় তার অভিষেক হয়। প্রথম নাটকেই বেশ ভালো সাড়া পান তিনি। এরপর থেকেই নিয়মিত অভিনয় করছেন ছবি। একেক সময় একেক চরিত্রে দর্শকের সামনে আসছেন। তবে এই অভিনেত্রীকে একটু বেশি গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এ বিষয়ে তিনি বলেন, আমি নির্দিষ্ট ছকের মধ্যে থাকতে চাইনি। অনেকে ভাবেন গ্ল্যামার চরিত্রে অভিনয় না করলে আলোচনায় আসা যাবে না।
কিন্তু শুরু থেকেই আমি তার বিপরীতে হাঁটছি। আমি অল্প বয়সেই গ্ল্যামারহীন চরিত্রগুলোতে অভিনয় করছি। আমাকে ভালো অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে ওই নাটকগুলোই। ফারজানা ছবি সম্প্রতি ‘পিতৃসত্তা’ শিরোনামের একটি শর্টফিল্মের কাজ শেষ করেছেন। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা শাহেদের বিপরীতে। এটি পরিচালনা করেছেন নাদিয়া আফরিন রেখা। এই চলচ্চিত্রটি নিয়ে ছবি বলেন, শিশু ধর্ষণ কিংবা কন্যা সন্তানের অনিরাপদ জীবন বাবা-মা কিংবা পারিবারিক ও সামাজিক জীবনে যে বিরূপ প্রভাব বিস্তার করে তার চিত্র হচ্ছে এই চলচ্চিত্র। এদিকে আরটিভিতে প্রচার চলতি রয়েছে এই অভিনেত্রীর ‘টিপু সুলতান’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। টিভি নাটকের বাইরে চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে বড়পর্দায়ও। এ বিষয়ে ছবি বলেন, ‘জয়নগরের জমিদার’ শীর্ষক এই সিনেমা আমার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র। এছাড়া এটি ২০২০ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিও। তাই এ ছবির দিকে চলচ্চিত্রের সকলেরই চোখ ছিল। দর্শকের পাশাপাশি অনেক সহকর্মীর কাছ থেকেও বেশ প্রশংসা পেয়েছি এর জন্য। এই অভিনেত্রী তার পরিকল্পনা বিষয়ে বলেন, দুই মাধ্যমেই কাজ করতে চাই। দর্শক নাটকে আমাকে যেমন বৈচিত্রময় সব চরিত্রে দেখেছে, সিনেমাতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। সত্যি বলতে আমি তো অভিনয়ের মানুষ, অভিনয় আমার প্রাণের স্পন্দন। অভিনয়ের মাধ্যমগুলোকে কখনো আলাদা করে ভাবিনি। আমার কাছে কাজটাই মূখ্য। তাই সব মাধ্যমেই নিরলস ভাবে কাজ করে অভিনয়ের মাঝে বেঁচে থাকতে চাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *