শুটিং বিশ্বকাপ: দলগত পদকের লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা

১০ মিটার এয়ার রাইফেলের দুই বিভাগের এককে হতাশ হতে হলেও মেয়েরা দলগত বিভাগের পদকের লড়াইয়ে উঠেছে। দিল্লিতে গতকাল বাছাইয়ে ৪৮ প্রতিযোগীর মধ্যে সৈয়দা আতকিয়া হাসান দিশা (৬১৮ দশমিক ৩) ৩৯তম, রিথিকা চৌধুরী (৬১৭ দশমিক ৪) ৪২তম ও শারমিন আক্তার রত্না (৬০৮ দশমিক ৮) ৪৬তম হন। তিন জনের সম্মিলিত ১৮৪৪ দশমিক ৫ স্কোরে বাছাই পেরুনো আট দলের মধ্যে অষ্টম দল হিসেবে পদকের লড়াইয়ে জায়গা পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টের ব্যর্থতায় এয়ার রাইফেল থেকে টোকিও অলিম্পিকের কোটা পাওয়ার আশা শেষ হয়ে যাওয়ার কথা জানালেন শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। গতকাল মুঠোফোনে তিনি বলেন, দিল্লির এই প্রতিযোগিতায় আমাদের কোটা প্লেস পাওয়ার আশা ছিল ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল ও ১০ মিটার এয়ার পিস্তল থেকে। ১০ মিটার এয়ার রাইফেল থেকে পাওয়ার আশা শেষ। এখন সুযোগ আছে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট থেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *