‘লীগ বাতিলের চিন্তা এখনো হয়নি’

যতদিন গড়াচ্ছে ততই ঢাকা প্রিমিয়ার লীগ পুনরায় শুরুর সম্ভাবনা শেষ হয়ে আসছে। লীগে খেলা ক্রিকেটাররা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজেদের মধ্যে মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলছে উৎকণ্ঠার কথা। বিশেষ করে  যে সব ক্রিকেটারের লীগের ওপর নির্ভর করে জীবিকা চলে তাদের চিন্তার শেষ  নেই। প্রায় তিন মাস হতে চলেছে দেশে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। কবে ফিরবে মাঠে তারও কোনো ঠিক-ঠিকানা নেই। বিসিবির পক্ষ থেকে ক্রিকেট মাঠে ফেরানোর নানা পরিকল্পনা হাতে নেয়া হলেও এখন তা কাগজে-কলমে আর মুখে মুখে আছে। আবার ক্রিকেটার ও তাদের সংগঠনেরও দাবি ছিল লীগ ঈদের পর শুরু করার।

কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া গেছে জুনে বাস্তবায়ন সম্ভব নয়। সব কিছু মিলিয়ে ঢাকা লীগ মাঠে গড়ানোর সম্ভাবনা এখন বেশ ক্ষীণ। তবে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন শোনালেন আশার কথা। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত লীগ বাতিল করার আমরা কোনো সিদ্ধান্ত  নেইনি। আমরা নানা রকম আলোচনা করছি। সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। কিন্তু দেশের যে পরিস্থিতি এই অবস্থায় কোনোভাবেই লীগ আবার শুরুর কথা ভাবতে পারছি না। কারণ আমরা কোনো ক্রিকেটারের জন্য ঝুঁকি নিতে পারবো না। তবে পরিস্থিতির উন্নতি হলে সেই ক্ষেত্রে আমরা করণীয় নিয়ে ভাবতে পারবো।’
এরই মধ্যে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে। যদি পরিস্থিতির উন্নতিও হয় তাও জুলাই এর আগে খেলা মাঠে ফেরানো কঠিন। তখন বাংলাদেশ দলের কোনো  আন্তর্জাতিক সিরিজ নেই। তবে  শেষ পর্যন্ত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হলে তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে টাইগাররা। তাই  শোনা যাচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির জন্য শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে ঢাকা লীগ। এমন সম্ভাবনার কথা অবশ্য উড়িয়ে দেননি সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, ‘কি হবে সেটি নিয়ে আমরা ভাবিনি। তবে লীগ আয়োজনের জন্য যা করণীয় তা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় আর প্রস্ততির জন্য প্রয়োজন হয় টি-টোয়েন্টি ফরম্যাটে লীগ আয়োজনের তা করা যেতে পারে। আর ঢাকা লীগ তো টি-টোয়েন্টি ফরম্যাটে আছেই।’
তবে কিভাবে ও কবে ঢাকা প্রিমিয়ার লীগ ফের মাঠে গড়াবে তা নিয়ে এখনই  নিশ্চিত কিছু বলতে রাজি নয় আলী হোসেন। তিনি বলেন, ‘আসলে ফরম্যাট পরিবর্তন করে করবো, নাকি ছোট পরিসরে শেষ করবো এই সব আলোচনা এখনই করতে চাই না। আমরা সিসিডিএম ও বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করছি। নিজেরাও চিন্তা করছি। কিন্তু বাস্তবতা আমাদের মানতে হবে। এই পরিস্থিতিতে ভালোর চেয়ে ক্ষতি হবে। আমাদের কাছে এখন আগে জীবন, পরে ক্রিকেট। তবে এটা এখনো  জোর দিয়ে বলতে পারি যে লীগ  ফের শুরু করার  আমরা সব ব্যবস্থা করবো। তাই এখন পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেইনি।’
করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ। মার্চে শুরু হয়েছিল ২০১৯-২০২০ মৌসুমের আসর। কিন্তু  ছোঁয়াচে এই ভাইরাসের হুমকির মুখে  ১৯শে মার্চ থেকে সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যখন এমন সিদ্ধান্ত হয় তখন দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ২০ জনও ছিল না। মৃতের সংখ্যা ছিল ১। কিন্তু গতকাল পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়েছে। মৃত ছাড়িয়েছে হাজার। তাই বলার অপেক্ষা রাখে না এমন পরিস্থিতিতে মাঠে ক্রিকেট ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই অপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করেছেন সিসিডিএমের সদস্য সচিব। তিনি বলেন, ‘ক্ষতি শুধু ক্রিকেটারদের তাও নয়। সবার সমস্যা এটি। তাই এখন অপেক্ষা করা ছাড়া আর কী করার আছে আমাদের!’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *