লিভারপুলের ‘সেঞ্চুরি’ আটকে দিল আর্সেনাল

তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে লিভারপুল। এরপরই ছন্দপতন অলরেডদের। ম্যানচেস্টার সিটির কাছে হার, খর্ব শক্তির বার্নলির সঙ্গে ড্রয়ের পর এবার হারল আর্সেনালের কাছে। বুধবার রাতে ইয়ুর্গেন ক্লপের দলকে ২-১ গোলে হারিয়েছে গানাররা। এই হারে শেষ হয়ে গেল লিভারপুলের পয়েন্টের সেঞ্চুরি করার স্বপ্নও। ২০১৭-১৮ মৌসুমে লীগে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে ৩০ জয় ও তিন ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯৩। সমান ম্যাচে ১৩ জয় ও ১৪ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল। লিভারপুলের বাকি আর দুই ম্যাচ। দুটিতেই জয় পেলেও ৯৯তেই আটকে থাকবে লিভারপুল।

এমিরেটস স্টেডিয়ামে শুরুটা দারুণ করেছিল লিভারপুল।
২০তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় অলরেডরা। এরপর হঠাৎই ছন্দপতন। লিভারপুলের রক্ষণের মূল সেনা ভার্জিল ফন ডাইক ডি-বক্সের ঠিক বাইরে চাপের মুখে দুর্বল ব্যাকপাস করে বসেন। সেই ভুলের সুযোগ নিয়ে গোল করেন ফরাসি স্ট্রাইকার আলেক্সান্ডার ল্যাকাজেতে। ৪৪তম মিনিটে আরো একটি অমার্জনীয় ভুল লিভারপুলের। এবার গোলরক্ষক অ্যালিসন। তার ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান ল্যাকাজেতে। আর ঠাণ্ডা মাথায় বল ধরে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড নেলসন।

দুই ম্যাচ পর জয়ে ফিরল আর্তেতার দল। লেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে ড্র করার পর গত রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের মাঠে হেরেছিল তারা। আর রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জেতার পর ছন্দ হারানো লিভারপুল টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। শিরোপা নিশ্চিত হওয়ার পর পাঁচ ম্যাচে এটা তাদের দ্বিতীয় হার, একটি ড্র।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *