রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৭ মে) এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রোজিনা ইসলামের সঙ্গেযে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’

এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
নেপালের থেকে ফিরে এলো বিমান বিজি-৭১ ≣ [১] টেকনাফে প্রায় বিশ হাজার ইয়াবাসহ আটক-দুই:মিনি পিকআপ জব্দ ≣ [১] মহারাষ্ট্রের লকডাউন বাধা হবে না আইপিএলে: এমসিএ কতৃপক্ষ

উল্লেখ্য, সোমবার পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক রাখার পর রাতে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা।

পরে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয় থেকে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সচিবালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *