রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দাগি আসামীদের মুক্তি দেবে ইউক্রেন

রাশিয়ার আক্রমণ থামাতে হিমসিম খাচ্ছে ইউক্রেন। যে কোনো সময় বড় শহরগুলোর পতন হতে পারে এমন আশঙ্কা জোরদার হচ্ছে। এমন সময়েই প্রতিরোধ শক্তিশালী করতে দণ্ডপ্রাপ্ত আসামীদের মুক্তির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হবে। রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের প্রতি অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান।
তিনি বলেন, অস্ত্র ত্যাগ করো এবং এদেশ থেকে চলে যাও। তোমাদের কমান্ডারদের কথা বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও। এছাড়া বক্তব্যে ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিও আহ্বান জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *