রাতে শানের অনলাইন কনসার্ট

করোনা পরিস্থিতির কারণে গত আড়াই মাস ধরেই অনলাইনে সরাসরি গান পরিবেশন করছেন অনেক সংগীতশিল্পী। এবার নতুন উদ্যোগ নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী শান। তার উদ্যোগে অনলাইনে হবে টিকিট কনসার্ট। এই বিশেষ কনসার্ট উপভোগ করতে হলে আগ্রহীদের খরচ করতে হবে নগদ ২০০ টাকা। দর্শক আসন মাত্র ২০টি। ‘অ্যান ইভিনিং উইথ শান সায়েক’ শিরোনামের এই শো পরিচালিত হবে জুম অ্যাপের মাধ্যম। প্রথম শোটি হচ্ছে আজ ৯ই জুন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। এতে শানের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে থাকছেন অবন্তি সিঁথি।

এমন আয়োজনে দেশের বেশিরভাগ শিল্পীই উচ্ছ্বসিত। শান বলেন, লকডাউনের পর থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। কারণ আমরা যারা শো আর মিউজিক করে জীবন চালাই, তাদের জন্য এটা ভয়ংকর পরিস্থিতি। ফলে একটা রাস্তা বের করার চেষ্টা করছিলাম। এর মধ্যে গেলো ২ মাসে অন্তত ৩০টি অনলাইন শোতে অংশ নিয়েছি। প্রতিটিই প্রায় অর্থহীন, মানে সম্মানির বিবেচনায়! এসব ভেবে এই পরিকল্পনা করলাম। এখন দেখার পালা সবাই কেমন করে নেন বিষয়টি। শার আরো জানান, প্রতি সপ্তাহে এভাবে একটি করে শো পরিচালনা করা হবে। যেখানে সংযোগ করার চেষ্টা করবেন দেশের জনপ্রিয় শিল্পীদের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *