রাজ্জাকেরও মায়ের চরিত্রে অভিনয় করেছি -আনোয়ারা

বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা। একটা সময় নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতেন। তবে এখন আর আগের মতো অভিনয়ে নেই তিনি। সর্বশেষ গত বছর এই অভিনেত্রী ‘আমার মা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেন। এদিকে দীর্ঘদিন পর আবারো শুটিংয়ে ফিরেছেন তিনি। চলচ্চিত্র নয়, ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। গেল ৫ ও ৭ই নভেম্বর এর দৃশ্যধারনে অংশগ্রহন করেন আনোয়ারা। এই টেলিছবিতে তাকে নতুন রুপে দেখা যাবে বলে জানান তিনি।
তার ভাষ্য, এখন তো অভিনয় করার মতো তেমন চরিত্র পাই না। এর স্ক্রীপ্ট পড়ার পর কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। দারুণ একটি গল্প। বিরঙ্গনার চরিত্রে অভিনয় করেছি। তবে চরিত্রের মধ্যে নতুনত্ব আছে। বলতে পারি দর্শক আমাকে নতুন ভাবে দেখবে। এই টেলিছবিটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এখন থেকে কী নিয়মিত অভিনয় করবেন? উত্তরে তিনি বলেন, কাজ করার প্রস্তাব পাই। তবে এখন করোনার এই পরিস্থিতিতে কাজ করতে চাই না। এরমধ্যে শুটিং করতে গিয়ে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের এখন সাবধানে থাকা উচিৎ। চলচ্চিত্রের অনেক অভিনেতা-অভিনেত্রীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা । মজার কোনো অভিজ্ঞতা আছে? এ প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রবীর মিত্র-রাজ্জাকেরও মায়ের চরিত্রে অভিনয় করেছি। মজার একটা বিষয় হলো একবার পাশাপাশি দুটি হলে একসঙ্গে আমার দুটি ছবি মুক্তি পায়। এরমধ্যে একটিতে আমাকে প্রবীর মিত্রর মায়ের চরিত্রে অন্যটিতে প্রেমিকার চরিত্রে দর্শক দেখে। বিষয়টি আমার কাছে তখন অন্যরকম লেগেছিল। এই অভিনেত্রী বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়েও কথা বলেন। মুখে পরিবর্তনের কথা বললেই চলচ্চিত্রে পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই গুনী অভিনেত্রী। তিনি বলেন, খুব অল্প সময়ে আমাদের চলচ্চিত্রে এই খারাপ অবস্থা নেমে আসে। কিন্তু কেন এমন হলো। আমাদের তো কোনো কিছুর অভাব ছিলো না। ভালো গল্পকার, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রী সব আমাদের ছিল। এরপরেও কেন আজ আমাদের এই পরিস্থিতি! সত্যি বলতে, এখানে যদি সবাই কাজের সঠিক সুযোগ না পায় তাহলে পরিবর্তন আসবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *