রাজনীতির অপরাধপ্রবনতা কমাতে ভারতের সুপ্রিম কোর্টের উদ্যোগ, বিজেপি-কংগ্রেসসহ ৬ দলকে জরিমানা

দেশের মানুষ রাজনীতি সম্পর্কে আস্থা হারাচ্ছে, ধৈর্যহীন হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি নরিম্যান ও গাভাই এর এই পর্যবেক্ষণ ঘিরে ভারতে হইচই পড়ে গেছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সব রাজনৈতিক দলগুলিকে অপরাধ ও অপরাধী মুক্ত থাকার নির্দেশ দিয়েছে এক চাঞ্চল্যকর রায়ে। শুধু তাই নয়, বিহার নির্বাচনে প্রার্থীদের অপরাধ সম্পর্কিত তথ্য গোপন করার জন্য বিজেপি, কংগ্রেস সহ ৬ দলকে জরিমানা করেছে আপেক্স কোর্ট। বিজেপি ও কংগ্রেসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সিপিএম ও এনসিপিকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এদিনের রায়ে আরও নির্দেশ দেয়া হয়েছে যে, সব রাজনৈতিক দল ভোটের আগে দলীয় প্রার্থীদের অপরাধ সম্পর্কিত তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য থাকবে যাতে ভোটাররা প্রার্থী সম্পর্কে অবহিত হয়েই ভোট দিতে যেতে পারেন। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একটি অ্যাপ নির্মাণ করতে, যাতে অপরাধী প্রার্থীদের যাবতীয় তথ্য দেয়া থাকবে।
by Taboola
You May Like
মায়ের পরকীয়া, অতপর…
দেশের রাজনীতিকে অপরাধ মুক্ত করা প্রয়োজন- ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই অভিমত।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *