যেভাবে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানালেন মার্সেলো

যুক্তরাষ্ট্রে পুলিশি নৃশংসতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় বর্ণবাদবিরোধী আন্দোলনে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো ভিয়েরা।

লা লিগায় ফেরার ম্যাচে এইবারের বিপক্ষে গোল দিয়ে গোলোৎসবের অঙ্গভঙ্গিতেই তিনি জানিয়ে দেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে শরীক হয়েছেন।

রোববার রাতে নিজেদের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে লা লিগায় বীরদর্পেই ফিরেছে রিয়াল মাদ্রিদ।

এদিন এইবারের বিপক্ষে ৩-১ গোলে জিতেছেb তারা।

ম্যাচের ৩৭ মিনিটে গোল করেন ডিফেন্ডার মার্সেলো। বল জালে জড়িয়ে হাঁটু গেড়ে বসে এক হাত মুষ্টিবদ্ধ করে ওপরের দিকে উঁচিয়ে ধরেন মার্সেলো। এভাবেই যুক্তরাষ্ট্রে অন্যায়ভাবে হত্যা করা জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

মার্সেলো ছাড়াও ফ্লয়েড হত্যার প্রতিবাদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন মার্কস থুরাম, জ্যাডন সানচো, ওয়েস্টঅন ম্যাককিনির মতো খেলোয়াড়রা।


এ ছাড়া লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোর খেলোয়াড়রাও নিজেদের অনুশীলনে হাঁটু গেড়ে বসে স্মরণ করেছেন জর্জ ফ্লয়েডকে।

রোববারের ম্যাচশেষে এ বিষয়ে মার্সেলোর সতীর্থ টনি ক্রুস বলেন, ‘মার্সেলোর এই গোলোৎসব উদযাপন অভিনব ও প্রশংসার দাবি রাখে। আমি চাই স্পেনের সব খেলোয়াড় বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করুক। এটিকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন না।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *