যুক্তরাষ্ট্রে গম ও ভুট্টা কমলেও বাড়ছে সয়াবিন উৎপাদন

যুক্তরাষ্ট্রে এবার গমের আবাদ কমেছে। এর জের ধরে চলতি বিপণন বর্ষে কৃষিপণ্যটির উৎপাদন পূর্বাভাস কমিয়ে এনেছে মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ। তবে অনুকূল আবহাওয়া বিরাজ করায় এ সময়ে দেশটিতে পণ্যটির একরপ্রতি ফলন বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে একই পরিস্থিতি বজায় রয়েছে ভুট্টা উৎপাদনের ক্ষেত্রেও। খবর রয়টার্স ও ওয়ার্ল্ড গ্রেইন।

ইউএসডিএর সর্ববেশ মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১৮২ কোটি ৪০ লাখ বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) গম উৎপাদন হতে পারে, প্রতিষ্ঠানটির আগের মাসের পূর্বাভাসের তুলনায় যা ২ দশমিক ৮ শতাংশ কম। ইউএসডিএর এ প্রতিবেদন প্রকাশের পর দেশটির অভ্যন্তরীণ বাজারে গমের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ সময়ে খাদ্যপণ্যটির দাম বেড়ে গত ২৪ এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তথ্যমতে, এবার বিপণন বর্ষে যুক্তরাষ্টের প্রতি একর জমিতে গমের গড় ফলন দাঁড়াতে পারে ৪৯ দশমিক ৭ বুশেল, আগের মাসের প্রাক্কলনের তুলনায় যা দশমিক ১ বুশেল কম। প্রতিষ্ঠানটির এ পূর্বাভাস সত্যি হলে তা হবে পণ্যটির একরপ্রতি ফলনে দেশটির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।

এদিকে একই কারণে ভুট্টার উৎপাদন পূর্বাভাস কমিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২০-২১ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে মোট ১ হাজার ৫০০ কোটি বুশেল ভুট্টা উৎপাদন হতে পারে। পণ্যটির একরপ্রতি গড় ফলন দাঁড়াতে পারে ১৭৮ দশমিক ৫ বুশেল। আগের মাসের প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, একরপ্রতি ১৭৮ দশমিক ৫ বুশেল উৎপাদন সক্ষমতা নিয়ে দেশটি এবার বিপণন মোট ১ হাজার ৫৯৯ কোটি ৫০ লাখ বুশেল ভুট্টা উৎপাদন করতে পারে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ভুট্টার দামে মন্দা ভাব বাজায় ছিল। তবে ইউএসডিএর এ প্রতিবেদন প্রকাশের পর পণ্যটির বাজার চাঙ্গা হয়ে উঠেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে সয়াবিন উৎপাদন পূর্বাভাসে। দেশটিতে সয়াবিনের উৎপাদন পূর্বাভাস বাড়িয়ে ৪১৩ কোটি ৫০ লাখ বুশেলে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি। পণ্যটির একরপ্রতি ফলন ধরা হয়েছে ৪৯ দশমিক ৮ বুশেল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *