যশোর পৌর ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন মেয়র লিটন

রাজশাহী: যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দকে সঙ্গে নিয়ে বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস তৈরির সফল ট্রিটমেন্ট প্লান্টটি পরিদর্শন করেন মেয়র।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টটি মেয়র লিটনকে ঘুরে দেখান।

যশোর সফরকালে মেয়রের সফরসঙ্গী ছিলেন মেয়রপত্নী শাহীন আকতার রেনী ও রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে মেয়র লিটন সাংবাদিকদের বলেন, যশোর পৌরসভা বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস উৎপাদনে সফল হয়েছে। এটি সকলের জন্য দৃষ্টান্ত। তা দেখতেই রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরিদর্শনে এসেছি। আমার মনে হয়, যশোর পৌরসভা বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস উৎপাদনে কীভাবে সফল হলো, তা অন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব-প্রাপ্তদের দেখে যাওয়া উচিত।

মেয়র আরো বলেন, বর্জ্য যে কোনো শহরের জন্য হুমকি। ঢাকাসহ বিভিন্ন শহরের বর্জ্যের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তিত। তিনি যশোরের সফল কার্যক্রমকে অন্য শহরেও ছড়িয়ে দিতে উৎসাহিত করেছেন, যাতে আমরা পরিচ্ছন্ন ও সুন্দর মহানগরী গড়তে পারি। রাজশাহী মহানগরী পরিষ্কার-পরিচ্ছন্ন। রাজশাহীতে যশোরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

এসময় মেয়র আরো বলেন, যশোর শহরটি পরিচ্ছন্ন একটি শহর। পরিষদের সকলের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আগামীতে আরো এগিয়ে যাবে যশোর শহর- এই প্রত্যাশা করি।

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ১১টায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন যশোর রেলওয়ে ষ্টেশনে পৌঁছালে মেয়র ও মেয়র পত্নীকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে স্টেশন মাস্টার, কর্মকর্তা ও রেলওয়ে শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এরপর মেয়র যশোর সার্কিট হাউজে যান সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে মেয়র যশোর পৌরপার্কসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *