যশোরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার হবে যশোরে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৬ সালের নভেম্বরে স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন যশোরে অবস্থিত ‘যশোর কালেক্টরেট ভবন’ এর সামনে ধারণ করা হয়েছিল পর্বটি। ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের উপর অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের উপর শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাই এর উপর। এক সময় যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অবস্থান করেছেন। এবারের ইত্যাদিতে যশোরেরই সন্তান কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আমাদের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত মোহাম্মদ আব্দুল জব্বার। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে টিভি পর্দায় অনুপস্থিত যশোরের সন্তান শিল্পী আকবরকে দেখা গেছে এই ইত্যাদিতে।
যশোরকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রুপু’র সুর করা একটি দলীয় সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। এবারের দর্শক পর্বের আমন্ত্রিত অতিথি ছিলেন- যশোরেরই কৃতি সন্তান খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। তারই লেখা ৪টি জনপ্রিয় গানের উপরে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারো ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *