মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিক্ষোভ মিছিল

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর, সহজে যাতায়াত সুবিধার্ধে স্টুডেন্ট র‌্যাপিড পাস প্রদান, অতিরিক্ত ভাড়া কমানো ও সর্বনিম্ন ভাড়া ১০টাকা করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ফার্মগেটে অবস্থান কর্মসূচি পালন করার ডাক দেয় শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচী পালনে পুলিশি বাধার মুখে তারা বিক্ষোভ মিছিল করে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয়।

এসময় মেট্রোরেলে হাফ পাস চাই আন্দোলনের সমন্বয়ক ও মুখপাত্র মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেলে হাফ পাস এখন শিক্ষার্থীদের গণদাবি। কিন্তু আমরা গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলাম যা আমাদের বাকস্বাধীনতার উপরে আঘাত। অথচ ১৯৬৯ সালের স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের ১১ দফার ১ এর (ঢ)উপধারা ছিলো শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে মর্মে। আগামী দিনগুলোতে মেট্রোরেলে হাফ পাসসহ শিক্ষার্থীদের সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রশাসনের সহযোগী মনোভাব পোষণ করবে বলে আশা করি। আন্দোলনের যুগ্ন সমন্বয়ক আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু  বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশি দেশ ভারতের গণপরিবহনেও রয়েছে। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে কমপক্ষে ২৫-৩০ বছর সময় লাগে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *