মিয়ানমারে জান্তা সরকারের হাতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

এদের মধ্যে সবাই মিয়ানমারের সাধারণ নাগরিক। এ্যাসিসটেন্স এসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এমন তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জানতে দেশটির জান্তা সরকারের মুখপাত্রকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

[৩] তবে দেশটির সামরিক বাহিনী বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলো মৃতের এ সংখ্যা বাড়িয়ে বলছে। নিরাপত্তা বাহিনীরও অনেক লোক মারা গিয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। এএপিপি সে সংখ্যা তাদের গণনায় উল্লেখ করেনি বলে দাবি করছে সামরিক বাহিনী।

[৪] সামরিক বাহিনী বলছে, দেশটিতে ক্ষমতা দখল প্রক্রিয়াকে অভ্যুত্থান বলা উচিত নয়। কারণ দেশটিতে যা কিছু করা হয়েছে সংবিধান অনুযায়ী করা হয়েছে।

[৫] উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচনে দুর্নীতির অভিযোগ এনে গত বছর অং সান সুচিকে ক্ষমতা থেকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তবে দেশটির নির্বাচন কমিশনসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *