মিসরের সিনাইয়ে সেনা অভিযানে অন্তত ৭০ জঙ্গির মৃত্যু

মিসরের উত্তরাঞ্চলীয় সিনাইয়ে ইসলামিক স্টেট (আইএস) অধ্যুষিত এলাকায় সম্প্রতি সামরিক বাহিনীর অভিযানে ৭০ জনেরও বেশি ‘জিহাদি’র মৃত্যু হয়েছে। খবর এএফপি।

মিসরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জুলাইয়ের ২২ তারিখ থেকে ৩০ আগস্টের মধ্যে ‘সন্ত্রাসীদের’ ঘরবাড়ি লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭০-এর অধিক ‘জিহাদি’র মৃত্যু হয়।

বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো জানানো হয়, সেখানে অভিযান চলাকালে সংঘর্ষে সামরিক বাহিনীর তিন কর্মকর্তা ও চার সেনার মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।

সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যও প্রাণ হারান।

প্রসঙ্গত, বিরোধপূর্ণ ওই অঞ্চলে সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *