ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে টাইগার উডস

নিজের গাড়ি নিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টাইগার উডস। অস্ত্রোপচারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ^সেরা এই গলফার। গুরুতর চোটে তার পায়ে বড় ক্ষতির শঙ্কা করছেন চিকিৎসকরা। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দপ্তর নিশ্চিত করে খবরটি।
লস অ্যাঞ্জেলসে মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। উডস নিজে গাড়ি চালাচ্ছিলেন। রোলিং হিলস এস্টেট এবং র‌্যাঞ্চো পালোসা ভার্দাস সীমান্তে দুর্ঘটনার কবলে পড়ে উডসের গাড়ি। ব্ল্যাকহর্স রোডের হথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় একটি বাঁকের কাছে উডসের গাড়ির ঘুরে যায় এবং একটি গাছে ধাক্কা মারে।
তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
উল্টে গড়াগড়ি খাওয়ায় উডসের গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৫ বছর এই মার্কিন গলফারকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপণকারী দল এবং প্যারামেডিকরা।
গলফের ১৫টি মেজর জেতা উডস পায়ে বড় রকমের চোট পেয়েছেন। তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ গলফ ডাইজেস্টকে জানিয়েছেন, হাসপাতালে নেয়ার পর উডসের অস্ত্রোপচার চলছে। গত মাসেই পঞ্চমবারের মতো তার পিঠে অস্ত্রোপচার করা হয়।
এর আগেও ২০০৯ সালে উডসের গাড়ি একটি গাছে ধাক্কা খায়। সেবার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন গলফের কিংবদন্তি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *