ব্রাদার্সকে হারিয়ে চারে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়ে গেছে বসুন্ধরা কিংস। এখন লীগের আকর্ষণ বলতে রানার্সআপ হওয়ার লড়াই। শেখ জামাল, আবাহনীর সঙ্গে সে লড়াইয়ে আছে মোহামেডান, চট্টগ্রাম, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংও। বলা যায় রানার্সআপ হওয়ার লড়াইটা বেশ ভালোই জমবে। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের অভিষেক ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। সাদাকালোরা ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের সামনে কেবল আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মোহামেডান গোল দিয়ে ধরে রাখতে পারেনি আগের ম্যাচে।
by Taboola
You May Like
বাসায় যেমন আছেন
পুলিশের বিপক্ষে জিতলে অবস্থানটা আরও মজবুত থাকতো সাদাকালোদের। তবে দুর্বল ব্রাদার্স এগিয়ে যাওয়া মোহামেডানকে রুখতে পারেনি। দুই অর্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে শেন লিনের দল। ৪১ মিনিটে সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন শাহেদ হোসেন মিয়া। দিয়াবাতে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন ৮৩ মিনিটে। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট মোহামেডানের। তাদের সামনে থাকা শেখ জামালের ১৯ ম্যাচে ৩৯ এবং আবাহনীর ২০ ম্যাচে ৪০। পেছনে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৯ ম্যাচে ৩৪।
শেখ রাসেলকে হারালো সাইফ
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই জোর লড়াই করেছে সাইফ স্পোর্টিং। ফলে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সাইফ। নিজেদের জালেই বল জড়িয়ে সাইফকে গোল উপহার দেন শেখ রাসেলের ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। যদিও এই গোলে বাবলুকে দোষ দেয়ার কারণ নেই। সাইফের জন ওকোলির জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে বাবলুর পায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। গোল হজমের মিনিট চারেক বাদেই ম্যাচে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র। বক্সের মধ্যে আবদুল্লাহকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আবদুল্লাহর নেয়া পেনাল্টি বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন সাইফের গোলকিপার শান্ত। কিন্তু ফিরতি বলে শট করে বল জালে পাঠান নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকে (১-১)। ম্যাচের ২৭ মিনিটে সাইফকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকো (২-১)। ৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন কেনেথ। বিরতি থেকে ফেরার সাত মিনিটের মাথায় আচমকা এক গোলে শেখ রাসেলকে ম্যাচ থেকে ছিটকে দেয় সাইফ। বক্সের বাইরে থেকে ডান পায়ের গ্রাউন্ড শটে বল জালে জড়ান কেনেথ (৪-১)। ম্যাচের ৬৩ মিনিটে সাইফের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমায় শেখ রাসেল। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ওবি মনেকে (২-৪)। এই জয়ে ফলে পয়েন্ট টেবিলে শেখ রাসেলকে সাতে নামিয়ে ছয়ে উঠে এলো সাইফ স্পোর্টিং। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান সাইফ তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে শেখ রাসেল ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *