তিস্তা সেতুর কাজের ক্রয় প্রস্তাব সরাসরি মন্ত্রিসভায় অনুমোদন

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক :

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র প্রচেষ্টায় তিস্তা সেতুর কাজের ক্রয় প্রস্তাব সরাসরি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন ।

এলজিইডি কর্তৃক বাস্তবায়াধীন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপির বাজার হতে চিলমারী উপজেলার সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মানের লক্ষ্যে ১ম সর্বনিম্ন Responsive করদাতা CHINA STATE CONSTRUCTION ENGINEERING CORPORATION LTD এর অনুকূলে ভ্যাট ও আইটিসহ মূল্যায়িত সর্বমোট ৩৬৭,৯৮,১২,৯০৬.৪৪(তিনশত সাতষট্টি কোটি আটানব্বই লক্ষ বারো হাজার নয়শত দশমিক চার চার)টাকার ক্রয় প্রস্তাবটির ক্ষেত্রে গত ১৭/০৬/২০২০ তারিখে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটির সভায় প্রত্যাশামূলক অনুমোদন গৃহীত হয়েছে এবং ক্রয়প্রস্তাবটির বিষয়ে দ্রুত পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যার অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরিত হয়েছে।উল্লেখ্য সুন্দরগঞ্জের পূর্ব এলাকার মানুষের স্বপ্নের তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।। এই সেতুটি নির্মীত হলে একসাথে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, পাশাপাশি তিস্তা নদীর নদীভাংগন রোধে এবং বেকার সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখবে । মাননীয় সংসদ  সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সরজমিনে সেতু নির্মানের এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *