ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

৮৫ বছর বয়সী এই আইনজীবী রক্ত শূন্যতা ও প্রস্রাবের সমস্যাসহ নানা রকম বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে গত ১৬ অক্টোবর (শুক্রবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থবোধ করলে তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যান। সপ্তাহ পরে গতকাল শুক্রবার ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি পৃথিবীর মায়া ছেড়ে পরপাড়ে পাড়ি জমালেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *