ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ৭ দিনের রিমান্ডে সাহেদ

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গতকাল ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ।

শুনানিকালে কারাগার থেকে সাহেদকে আদালতে হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই তিনি নিজেকে অসুস্থ উল্লেখ করে রিমান্ড না দিতে বিচারকের কাছে অনুরোধ করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে গত ২৭ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করেন।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ১১-২১ জানুয়ারি সময়ে আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার ১ কোটি টাকা (সুদাসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।

মামলার অন্য আসামিরা হলেন পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম খলিল।

প্রসঙ্গত, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। এরপর সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওইদিনই উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের হয়। এ মামলায় গত ১৫ জুলাই গ্রেফতার হন সাহেদ।

১৬ জুলাই এ মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। পরে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলায় গত ২৬ জুলাই আদালত তার সাতদিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে গত ৩০ জুলাই অস্ত্র মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।

যন্ত্রপাতি সরবরাহ না করেই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
নির্দিষ্ট সময়ের আগে সড়ক ক্ষতিগ্রস্ত হলে দায় ঠিকাদার-প্রকৌশলীর —সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঢাকায় ওএমএসে মিলবে পুষ্টিসমৃদ্ধ চাল
ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ৭ দিনের রিমান্ডে সাহেদ
কোতোয়ালির ওসিসহ ৬ জনের বিরুদ্ধে কাপড় ব্যবসায়ীর মামলা
শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আরও পড়ুন
নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ডিরেক্টরি প্রকাশ করেছে আইটিসি
উবার রাইডের পেমেন্ট করা যাচ্ছে বিকাশে
ওয়ালটন পণ্য কিনে মিলিয়নেয়ার হওয়ার সুযোগ বাড়ল
বৈশ্বিক মহামারীতে রঙ মিস্ত্রিদের পাশে বার্জার
সিভিসি ফিন্যান্সের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিএসএমএমইউকে একটি বাস অনুদান দিল পূবালী ব্যাংক

যন্ত্রপাতি সরবরাহ না করেই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
নির্দিষ্ট সময়ের আগে সড়ক ক্ষতিগ্রস্ত হলে দায় ঠিকাদার-প্রকৌশলীর —সড়ক…
ঢাকায় ওএমএসে মিলবে পুষ্টিসমৃদ্ধ চাল
ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ৭ দিনের রিমান্ডে সাহেদ
কোতোয়ালির ওসিসহ ৬ জনের বিরুদ্ধে কাপড় ব্যবসায়ীর মামলা
শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
আজ শুভ জন্মাষ্টমী
ডাটা থেকে বাংলালিংকের আয় ৩০ শতাংশ বেড়েছে
১০ লাখ গাছের চারা রোপণ করছে পানিসম্পদ মন্ত্রণালয়

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *