ব্যক্তি মালিকানার বড় গাছ কাটতেও লাগবে সরকারের অনুমতি

প্রকল্পের জন্য কাটলে ক্ষতিপূরণসহ নতুন গাছ লাগাতে হবে [৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত বৈঠকে বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২ শীর্ষক খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ের সভায় যোগ দেন।
[৪] মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রস্তাবিতে আইনে সব বনাঞ্চলকে সংরক্ষণের কথা বলা হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে লাগানো যে গাছ রয়েছে, তাও এর আওতায় আসবে।
[৫] প্রস্তাবিত আইনে গাছ কাটার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত ৪ লেন সড়ক করতে গিয়ে ৭৫ হাজার গাছ কাটতে হয়েছে। এর বদলে আড়াই লাখ গাছ লাগানো হয়েছে, উল্লেখ করেন কেবিনেট সচিব।
[৬] সভায় ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অর্ডিন্যান্স, ১৯৫৯ হালনাগাদ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *