বৈষম্যের শিকার আদিবাসী শিশুদের ৪০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের প্রস্তাব কানাডা

কানাডার সরকার জানিয়েছে ক্ষতিপূরণের এই অর্থ বৈষম্যের শিকার শিশু ও তাদের পরিবারকে দেওয়া হবে। বিবিসি

[৩] ২০১৬ সালে দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয় স্থানীয় শিশুদের তুলনায় সরকার বহিরাগত শিশুদের জন্য কম পরিমান অর্থ বরাদ্দ দিত। রায়ে আরো বলা হয়, ২০০৬ সাল থেকে এমন বৈষম্যের শিকার হওয়া শিশুদের কল্যাণে ক্ষতিপূরণের অর্থ দেয়া হবে।

[৪] তবে কানাডায় শিশুদের সাথে বৈষম্যের বিষয়টি আলোচনায় উঠে আসে সাম্প্রতি একটি আবাসিক স্কুলে ১১’শ শিশু কবর আবিষ্কারের পর।

[৫] ১৯৯৬ পর্যন্ত কানাডার আবাসিক স্কুলগুলো আদিবাসী শিশুদের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে লালন-পালন করত। সেখানে তাদের সাথে বিকৃত যৌনাচারসহ জোরপূর্বক খ্রিস্টান ধর্ম গ্রহনে বাধ্য করা হত।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *