বিদেশি ক্রু নিয়ে চিন্তায় বিসিবি

এই বছরের শুরুতেই বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কোনো ঝামেলা ছাড়াই তারা ওয়ানডে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে গেছে। কিন্তু আবারো করোনা মহামারি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের অবস্থা ভয়াবহ। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে বড় চিন্তা টিভি সম্প্রচারের জন্য আসা বিদেশি ক্রুদের নিয়ে। কারণ, এখানে বড় সংখ্যক ক্রুই এসে থাকেন ভারত থেকে। এই কারণেই সিরিজটি না হওয়ার শঙ্কা নিয়েও চলছে আলোচনা। এমনকি পিছিয়ে যেতে পারে সিরিজের সময় এমনটাই গুঞ্জন।
তবে বিসিবি প্রধান নির্বাহী জানিয়েছেন চ্যালেঞ্জ থাকলেও তারা সিরিজ আয়োজনে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘সিরিজ রিসিডিউল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এখনও দেখছি না। যেটা বলেছি, কিছুটা চ্যালেঞ্জ তো আছেই বিদেশি ক্রুদের নিয়ে। সে জন্য আমরা চেষ্টা করছি অন্য সোর্স ব্যবহার করে এসব ঝামেলা যাতে এড়ানো যায়। সে বিষয়ে আমরা কাজ করছি।’
অন্যদিকে ক্রুদের নিয়ে জটিলতা থাকলেও শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিনে সমস্যা নেই বলেই জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিনব চৌধুরী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কান দলের ক্ষেত্রে আমাদের যে প্রটোকল শ্রীলঙ্কায় সেটাই এখানে থাকছে। আমাদের দেশে আসার পর তাদের তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। পরের ৩-৪ দিন তারা গুচ্ছ অনুশীলন শুরু করবে। তারপর আমাদের দলের সঙ্গে খেলার সুযোগ পাবে। মানে হচ্ছে তারা (শ্রীলঙ্কা) সাধারণ যাত্রিবাহী বিমানে আসছেন। তারা একটা টেস্ট নেগেটিভ দিয়ে আসছেন। সরকারের প্রটোকল মেন্টেইন করছেন। সেক্ষেত্রে আর কোনো টেস্টেও যাচ্ছেন না। কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণকারী হন তারা কিন্তু নির্দিষ্ট প্রটোকল মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা তাদের করতে হয়। টেস্টে নেগেটিভ হলেই অংশ নিতে পারে।’
তবে টিভি সম্প্রচারের সঙ্গে যুক্ত থাকা বিদেশি ক্রুদের এই সিরিজে নিরাপদ রাখা ও তাদের থেকে যেন কোনো ক্ষতি না হয় সেগুলো নিয়ন্ত্রণ করা বেশ বড় চ্যালেঞ্জ বলেই মানেন বিসিবির সিইও। তিনি বলেন, ‘এটা (বিদেশি ত্রু) অবশ্যই একটা চ্যালেঞ্জ। তারপরও আপনারা জানেন যে এই ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট প্রটোকল আছে। আমরা চেষ্টা করছি এই প্রটোকলের মধ্যে থেকে যদি কোনো ক্রু আসার দরকার হয় সেক্ষেত্রে তাদের আনা যায় কি না। এছাড়া আমরা চেষ্টা করছি অন্যান্য যে অপশনগুলো আছে, সেগুলো চেষ্টা করছি। ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যে সমস্ত ক্রিকেট ইভেন্ট আছে। চেষ্টা রয়েছে, প্রয়োজনে সেখান থেকে ক্রু এনে খেলাগুলো চালাবো।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *