বাস্তবতাবিবর্জিত এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে : এলডিপি

শিমুল মাহমুদ: [২] ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে এ কথা বলেন।

[৩] তারা বলেন, এবারের বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে, তাতে দুর্নীতির ধারা চলমান রাখার চেষ্টা রয়েছে। এটি সম্পূর্ণ উচ্চাকাঙ্খী একটি গতানুগতিক বাজেট।

[৪] জিডিপির প্রবৃদ্ধি দেখানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রমাণ করতে করতে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়া হয়েছে, যার মধ্যে এক লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে।

[৫] করোনা দুর্যোগে আক্রান্ত খাতগুলো যতটা আলোচনায় এসেছে, বাজেটে ততটা মনোযোগ পায়নি। এ মন্তব্য করে এলডিপি নেতারা বলেন, প্রবৃদ্ধি বেশি দেখানোর প্রবণতা বাজেট বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করেছে।

[৬] বিবৃতিতে বলো হয়, বিদেশে কর্মরত আমাদের প্রায় ৪০ লাখ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত। চাকরি হারানো শ্রমিকদের বিকল্পভাবে প্রতিষ্ঠার কোনো দিক নির্দেশনা নেই বাজেটে।

[৭] নেতারা আরও বলেন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা থাকলেও সেগুলোকে বঞ্চিত করে অন্য প্রকল্পে টাকা বরাদ্দ দিয়ে দুর্নীতির সুযোগ রাখা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *