বাসভাড়া বাড়ানোর বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

করোনাকালীন সময়ে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, যৌক্তিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস ভাড়া বাড়ানো হয়েছে।

গত ১লা জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ বিষয়ে রিট দায়ের করেন। উল্লে্খ্য, গতকাল ৩১শে মে করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *