বাজারে ফ্রেশ বিস্কুট আনল মেঘনা গ্রুপ

নিজস্ব সেরা কাঁচামাল ও ইউরোপিয়ান প্রযুক্তি নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে ফ্রেশ বিস্কুট। বিস্কুট তৈরির অন্যতম উপাদান আটা, ময়দা, তেল, মিল্ক পাউডার ও চিনি, যার সবগুলোই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করতে বিস্কুট ফ্যাক্টরিতে সংযোজন করা হয়েছে ইতালি ও ডেনমার্ক থেকে আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তির মেশিন।

ফ্রেশ বিস্কুট তৈরি হয় সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে, যা পণ্যের স্বাদ ও সঠিক গুণগতমান নিশ্চিত করে এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে বিস্কুটগুলো সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

ভোক্তা চাহিদার কথা বিবেচনা করে নানা ধরনের ফ্রেশ বিস্কুট বাজারজাত শুরু হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সুস্বাদু ও মজাদার বিস্কুট ও কুকিজ রয়েছে। বর্তমানে ছোটদের জন্য আছে ফ্রেশ ফানফিল স্যান্ডউইচ ক্রিম চকোলেট বিস্কুট ও ফ্রেশ ফানফিল স্যান্ডউইচ ক্রিম পাইনঅ্যাপেল বিস্কুট, ফ্রেশ ফ্যান্টাসি কুকিজ বিস্কুট।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *