বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সবজি আবাদে ব্যস্ত কৃষক

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মানিকগঞ্জে পুরোদমে সবজি আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। গেল বন্যায় জেলায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। আশানুরুপ ফলন আর আবহাওয়া অনুকূলে থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশাবাদী জেলার কৃষকরা।ডিবিসি

মানিকগঞ্জের সিংগাইর, সদর ও সাটুরিয়া উপজেলার বিস্তৃর্ণ এলাকায় এখন দেখা মিলবে নানা জাতের শীতকালীন সবজি। রাজধানীর বাজারকে মাথায় রেখেই চলছে সবজির আবাদ।
[১] বুকারজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউডের দাবি, জাস্টিন ট্রুডো যৌক্তিক ও আবেগি [২] তিনি করোনার জন্য কেঁদেছেন,তার স্ত্রী সোফি জর্জি যখন আইসোলেশনে তখন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন ≣ প্রহরী ও মেকানিকের দাপটে চলে অফিস, অসহায় কর্মকর্তা ≣ ভারতে একদিনে ২২৯৩ করোনা রোগী শনাক্তের রেকর্ড, মৃত ৭১

কৃষি কর্মকর্তা বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে এবার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মোহাম্মদ সাজাহান আলী বিশ্বাস বলেন, ‘সবজির এখন পর্যাপ্ত চাহিদা, পাশাপাশি দামও খুব ভালো আছে। ১৫-২০ দিন পর শীতকালীন সবজি ব্যাপক আকারে আসবে, বাজারের চাহিদাও মেটাতে পারবো। পাশাপাশি কৃষকও অনেক বেশি লাভবান হবে।’

গেল বন্যায় জেলায় প্রায় ২০ কোটি টাকার সবজির ক্ষতি হয়। বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে এবছর সবজি চাষে ভাগ্য ফিরবে এমনটাই প্রত্যাশা কৃষকদের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *