বছরের প্রথম দিনে গাজায় ইসরায়েলের বোমা হামলা (ভিডিও)

শনিবার ভোরের দিকে দক্ষিণ গাজার খান ইনিস শহরে অন্তত ১০ টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। এই বোমা হামলার ফলে ভবনগুলোতে আগুন ধরে যায়। আরটি

[৩] ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, আমরা হামাসের পরিচালিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। সেই সব ভবন সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো।

[৪] আইডিএফ আরো জনায়, হামাসের পক্ষ থেকে ইসরায়েলের উদ্দেশ্যে বোমা ছোড়া হয়েছিলো। কিন্তু সেগুলো লক্ষ্যে পৌঁড়াতে ব্যর্থ হয়ে ভূমধ্যসাগরের উপকূলে গিয়ে পড়ে। এই জন্য আইডিএফ বোমা হামলা চালাতে বাধ্য হয়েছে।

[৫] গত বছর মে মাসে আইডিএফের একটি বোমা হামলায় ১৬ নারী ও ১০ শিশুসহ ফিলিস্তিনের ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

[৬] গাজায় আইডিএফ বোমা হামলা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। ইসরায়েল প্রায়াই প্রতিশোধের কথা বলে বোমা হামলা চালায়। অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ছোড়া বেশিরভাগ রোকেটই লক্ষ্যবস্তু হারিয়ে ফেলে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *