ফুলকপি চাষে হতাশ টাঙ্গাইলের কৃষকরা

টাঙ্গাইলে এবার ১১ হাজার ৪শ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।যা গতবারের তুলনায় ১ হাজার ৩৬ হেক্টর বেশি।

এদিকে, বিক্রি না হওয়ায় এখনো অনেকের জমিতে পড়ে আছে ফুলকপি।

কৃষকরা বলছেন, প্রতি বিঘায় উৎপাদন খরচ বিশ হাজার টাকা। বর্তমান বাজার দরে বিক্রি করতে পারলেও খরচের অর্ধেকও উঠে আসবে না। হতাশ হয়ে গরু ছাগলকে ফুলকপি খাওয়াচ্ছেন অনেকে।
[১] সৌদি আরবে ভার্চুয়াল জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন ১৯টি দেশ ও ইউরোপিয় ইউনিয়নের নেতারা ≣ বাংলাদেশ সীমান্তে আটকা পড়েছে কয়েক হাজার ভারতীয় নাগরিক ≣ যে ইলেকশনের রেজাল্ট অলরেডি ‘ফিক্সড’ তা একদিন আগে-পরে করা গেলো না কেন?

জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ দুলাল উদ্দিন বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজার দর কম। তিনি জানান, সংকট কাটাতে বাজার ব্যবস্থাপনা নিয়ে ভাবছেন তারা।

তিনি আরো বলেন, রাসায়নিক সার কম ব্যাবহার করে যাতে খরচটা কম হয় তাদের। তারা যেন বিভিন্ন ধরনের সবজি বছরের সবসময় পর্যায় ক্রমে চাষ করে। কৃষকের বাজার নামে একটা বাজার তৌরির চেষ্টা করছি যাতে কৃষক তার পন্য সরাসরি নিয়ে আসবে এবং ভোক্তারা সেখান থেকে সরাসরি কিনে নিয়ে যাবে। যাতে কৃষক লাভবান হতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *