ফাইনালে জকোভিচকে হারিয়ে ফেদেরারের রেকর্ড ছুঁলেন নাদাল

রাফায়েল নাদালকে কেন ‘ক্লে কোর্টের রাজা’ বলা হয় আরেকবার প্রমাণ করলেন এই স্প্যানিয়ার্ড। রোববার ফাইনালে নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচকে সরাসরি সেটে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের ১৩তম শিরোপা জিতেছেন নাদাল। তাতে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁলেন তিনি।
রোববার রোলাঁ গারোয় জকোভিচকে কোনো সুযোগই দেননি নাদাল। প্রথম সেটে ৬-০ গেমে জিতে এগিয়ে যান তিনি। প্রতিদ্বন্দ্বিতা হয়নি দ্বিতীয় সেটেও। ৬-২ গেমে জেতেন নাদাল। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন ১৭ গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ। তবে শেষ পর্যন্ত ৭-৫ গেমে জিতেছেন নাদালই।

ফ্রেঞ্চ ওপেনে তিন ফাইনালে জকোভিচের মুখোমুখি হয়ে প্রত্যেকবারই জিতলেন নাদাল। ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বলেন, ‘প্রথমত, দারুণ একটি টুর্নামেন্টের জন্য আমি জকোভিচকে অভিনন্দন জানাতে চাই। আজকের জন্য দুঃখিত। ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনে সে আমাকে হারিয়েছিল। আমরা অনেকবার মুখোমুখি হয়েছি। একদিন সে জিতেছে অন্যদিন আমি।’
রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম নিয়ে নাদাল বলেন, ‘আজ আমি ২০তম গ্র্যান্ড স্লাম নিয়ে ভাবিনি। আমার ভাবনায় ছিল কেবল রোলাঁ গারো। এখানে জেতাটা আমার কাছে সবকিছু। এই শহর, এই কোর্টের সঙ্গে আমার লাভ স্টোরিটা কখনো ভোলার নয়।’

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম
রজার ফেদেরার (সুইজারল্যান্ড): ২০
রাফায়েল নাদাল* (স্পেন): ২০
নোভাক জকোভিচ (সার্বিয়া): ১৭
পিট সাম্প্রাস (যুক্তরাষ্ট্র): ১৪
রয় এমারসন (অস্ট্রেলিয়া): ১২
বিয়র্ন বর্গ (সুইডেন): ১১

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *