পেসারদের সুবিধায় পিচে পরিবর্তন আনার প্রস্তাব কুম্বলের

করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য বেশকিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র ক্রিকেট কমিটি। তার মধ্যে অন্যতম, থুতু বা লালা দিয়ে বল পালিশ করায় নিষেধাজ্ঞা। ক্রিকেটারদের একটা বড় অংশ মনে করছে, এর ফলে বল সুইং করতে সমস্যায় পড়বেন পেসাররা। বিলুপ্ত হতে পারে রিভার্স সুইংও। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, এই সমস্যার সমাধান হতে পারে ক্রিকেট পিচের চরিত্র কিছুটা বদলে ফেলে। তিনি বলেন, ‘ক্রিকেটে পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পিচের চরিত্র বদল করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনা যায়।’
থুতু বা লালা দিয়ে বল পালিশ করায় নিষেধাজ্ঞা এলে টেস্টে স্পিনারদের উপর নির্ভরতা বাড়বে। ভারতের হয়ে টেস্টে ৬১৯ উইকেটের মালিক এই লেগ স্পিনার মনে করেন, পেসারদের সুবিধা দিতে হবে উইকেট থেকেই, ‘পিচে বাড়তি ঘাস রাখা যেতেই পারে। এমন হলে পেসাররা সুবিধা পাবে।’
কৃত্রিম পদার্থ দিয়ে বল পালিশ করার প্রস্তাব করেছিলেন কেউ কেউ। তাতে অবশ্য সায় নেই আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের। তিনি বলেন, ‘বল টেম্পারিং নিষিদ্ধ থাকায় কৃত্রিম পদার্থ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়মে পরিবর্তনের সম্ভাবনা নেই।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *