পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা মামুনুল হক

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৩] নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] মামুনুল হকের বিরুদ্ধে তিনটি মামলা করেছে জেলা পুলিশ, দুটি করেছে সিআইডি এবং একটি করেছে পিবিআই।
[১] হাসান আলীর ৯ উইকেট; জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো পাকিস্তান ≣ [১]অধ্যক্ষ এম সাত্তার ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ ≣ [১] কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার,থানায় অভিযোগ

[৫] আর পিবিআইয়ের করা মামলায় গত বুধবার সর্বশেষ মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

[৬] এর আগে ১২ মে নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় মামুনুল হকের তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

[৭] ২০২০ সালে দায়ের হওয়া মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *