পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা

ঋতুরাজ বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। লাল-হলুদ-গোলাপি-ফুলের সৌন্দর্যে বাংলার রূপ দেখে বারবার মনে বাজে…

পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে –

তারা, ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *