পারলেন না ধোনি

মহেন্দ্র সিং ধোনি কি তবে ফুরিয়ে গেলেন? সেরা সময়ের ধোনি এমন ম্যাচ জিতিয়ে ফিরতেন অনায়াসে। বয়স বেড়েছে। সঙ্গে লম্বা সময় পর আরব আমিরাতের গরমে খেলতে হচ্ছে। নানা প্রতিকূলতা পেরিয়ে চেন্নাই সুপার কিংসকে জেতাতে পারলেন না ধোনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো চেন্নাই অধিনায়ককে। চলমান আইপিএলে টানা তিন ম্যাচ হারল চেন্নাই। তবে ম্যাচ হারলেও দুটি মাইলফলক স্পর্শ করেছেন ধোনি- আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ (১৯৪) এবং সাড়ে চার হাজার রানের ক্লাবে পা রাখলেন।

১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ শেন ওয়াটসন (১ রান), আম্বাতি রাইডু (৮ রান) ও কেদার যাদব (৩ রান)।
ফাফ দু প্লেসি করেন ২২ রান। পাঁচ নম্বরে নেমেও ধোনি বড় শট খেলতে ব্যর্থ। তবে এদিন ২৪ রান করতেই আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন ধোনি। রবীন্দ্র জাদেজা ৫০ রান করেন। ধোনি ক্রিজে থাকলেও ম্যাচ জেতাতে ব্যর্থ। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেন তিনি। ৫ বলে ১৫ রান করলেন স্যাম কারান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে চেন্নাই। ২টি উইকেট নেন নটরাজন।

শুক্রবার দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। শূন্য রানে ফিরে যান জনি বেয়ারস্টো। ডেভিড ওয়ার্নার (২৮) এবং মনীশ পান্ডে (২৯) ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ। কেন উইলিয়ামসন করলেন মাত্র ৯ রান। এরপর প্রিয়ম গর্গ এবং অভিষেক শর্মার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে হায়দরাবাদ। ৫১ রানে অপরাজিত থাকেন প্রিয়ম। অভিষেক করেন ৩১ রান। চেন্নাইয়ের দীপক চাহার দুটি উইকেট নেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *