পাবনায় ১২ কেজি গাঁজাসহ আটক এসআইকে কারাগারে প্রেরণ

পাবনা সদর থানা চত্বরে ১২ কেজি গাঁজাসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) ওছিমকে সোমবার আটক করা হলেও বিষয়টি জানাজানি হয় বুধবার বিকেলে। এ ঘটনায় বুধবার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৩] জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই ওছিমের কাছে বিপুল পরিমান গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে উপ- পুলিশপরিদর্শক (এসআই) ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশী চালিয়ে সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে আটক করেন।

[৪] অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গাঁজার বিষয়ে এসআই ওছিম সঠিক উত্তর দিতে পারে নাই। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারতে মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত ≣ [১] আইরিশ প্রধানমন্ত্রী উত্তর আয়ারল্যান্ড সহিংসতার বিরুদ্ধে সতর্ক করলেন ≣ [১] গাইবান্ধায় শিশু হত্যায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

[৫] পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই আইন শৃংখলা দমনে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক। বিচারের মুখোমুখি তাকে হতে হবে।

[৬] কয়েকদিন আগে এসআই ওছিম অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু মাত্র ৫ কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাঁকি ১২ কেজি গাঁজা (এস আই) ওছিম অসৎ উদ্দেশ্যে নিজের কাছে রেখে দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *