পাপনের ‘ফেক আইডি’, ব্যবস্থা নিচ্ছে বিসিবি

ফেসবুকের ব্যক্তি ওয়াল, কিংবা গ্রুপে ক্রিকেট নিয়ে হয় নানা রকম পোস্ট। সেখানে পড়ে শত জনের মন্তব্য। গত এক বছরের বেশি সময় ধরে দেখা যাচ্ছে সেই সব ক্রিকেটীয় পোস্টে মন্তব্য করছেন ‘নাজমুল হাসান পাপন’। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাহলে কি তিনিই করছেন এমন সব মন্তব্য! খোঁজ নিয়ে জানা গেছে তিনি কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারই করেন না। তাহলে কারা করছেন এই কাজ? বলার অপেক্ষা রাখে না বিসিবি সভাপতির নাম ব্যবহার করে এরই মধ্যে ২০ এর অধিক ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। যা তাকে হেয় প্রতিপন্ন করতে ব্যবহার করছে কয়েকটি দুষ্টচক্র। বিষয়টি চোখ এড়ায়নি বিসিবির।
এরই মধ্যে এসব ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থাও নেয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি দৈনিক মানবজমিনকে বলেন, ‘বোর্ড সভাপতির কোনো ফেসবুক আইডি নেই। আমাদের নজরে এসেছে তার নামে এমন বেশ কয়েকটি ফেক আইডি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এটি বেশ উদ্বেগজনক বিষয়। এরই মধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছি। তারাও দ্রুত ব্যবস্থা নিয়েছে। বেশ কয়েকটি আইডি বন্ধ করেছে। আরো করবে। আর যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা সংশ্লিষ্টরা ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে বিসিবি কোনভাবেই কাউকে ছাড় দেবে না এটা নিশ্চিত করে বলতে পারি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *