পাঁচ মাসে তুরস্কের ব্যাংক খাতের নিট মুনাফা ৪০০ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ নাগাদ তুরস্কের ব্যাংক খাতের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৭৩০ কোটি তার্কিশ লিরা বা ৪০০ কোটি ডলার। সোমবার দেশটির ব্যাংকিং খাতের ওয়াচডগ প্রতিষ্ঠান এ তথ্য নিশ্চিত করে। খবর আনাদোলু।

ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি (বিআরএসএ) জানায়, জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে এ খাতের মোট সম্পদের পরিমাণ ছিল ৫ দশমিক ৩ ট্রিলিয়ন তার্কিশ লিরা বা ৭৭ হাজার ৬৪০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *