পাঁচদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর গতকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে নভেল করোনাভাইরাসের কারণে এখনো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বেলা ১১টায় ভারত থেকে আমদানীকৃত পাথরবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হয়। পাঁচদিন বন্ধের পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস, পণ্য বোঝাইসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *