পরিস্থিতি ভিন্ন…

ঢালিউডের জনপ্রিয় নায়ক রুবেল। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তবে করোনার কারণে অনেকদিন ধরেই বাড়িতে অবস্থান করছেন রুবেল। এখন কোনো কাজ নেই বললেই চলে। বন্ধ রয়েছে তার পরিচালিত মার্শাল আর্টের স্কুলটিও। তবে এই সময়টিতে একদিন পর পর শরীর চর্চা চালিয়ে যাাচ্ছেন রুবেল। ঘরে বসে দেখছেন কোরিয়ান সিনেমা। বাসায় অবস্থানকালে চলচ্চিত্রের সোনালি দিনগুলোর কথা মনে পড়ে এ নায়কের।

একেক ছবি মানেই ছিলো একেকটি ধামাকা। হলগুলোতে দর্শকের তিল ধারণের ঠাঁই পাওয়া যেতো না। অথচ এখন সে চিত্র উল্টো। সিনেমা হল দর্শকশূন্য বললেই চলে। রুবেল বলেন, যে গাছ ফল দেয়, সেই গাছের পরিচর্যা করতে হয়। আলো, হাওয়া ও জল দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়, সর্বোপরি সেটাকে ভালোবাসতে হয়,
নয়তো গাছটা মরে যায়। ঢালিউড সেই অবহেলিত গাছ, যাকে কেউ পরিচর্যা করেনি, ফল খেয়েছে, ছাল খেয়েছে, এখন শিকড় উপড়ে খেয়ে ফেলার পাঁয়তারা করছে। তিনি আরো জানান, এক সময় একটি চলচ্চিত্রে কাজের তৃপ্তিটাই অন্যরকম ছিল। একটি ছবির টাকা দিয়ে তিনটি ছবিতে বিনিয়োগ হতো। এখন সে পরিস্থিতি একেবারেই ভিন্ন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *