পরিস্থিতি ভালো হলে কাজে ফিরবো -আঁচল

চলতি প্রজন্মের চিত্রনায়িকা আঁচল। ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ওই বছরই মুক্তি পায় তার ‘ভুল’ শিরোনামের আরেকটি ছবি। তবে তিনি আলোচনায় আসেন বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। এদিকে করোনা পরিস্থিতির এই সময়ে বাসাতেই থাকছেন এ নায়িকা। খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না।

এদিকে অনেকেই শুটিং শুরু করেছেন। তবে এখনই কাজে ফিরতে চান না এ নায়িকা। এ বিষয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি খুব একটা ভালোর দিকে নেই। খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হোক সেটাই চাই। আমার কিছু সিনেমার শুটিং ছিলো। তবে সেগুলো এখনই শুরু হবে কিনা আমি জানি না। নতুন কিছু কাজের অনুরোধও আসছে। আলোচনা হয়েছে। তবে বলেছি পরিস্থিতি আরো একটু স্বাভাবিক হোক। বিশেষ করে ঢাকার অবস্থা তো খুব খারাপ। পরিস্থিতি ভালো হলে কাজে ফিরবো। ঘরে সময় এখন কিভাবে কাটছে? উত্তরে আঁচল বলেন, প্রায় চার মাস ধরেই বাসায় আছি। বোরিং লাগলে টিভি দেখি, সিনেমা দেখি। এছাড়া টুকটাক কাজ করি। বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলি। আঁচল যোগ করে আরো বলেন, এই কয়েক মাসে আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেকেই আপনজনদের হারিয়েছেন। অনেকে মানসিক ও অর্থনৈকিত ক্ষতির মুখে পড়েছেন। অনেকে আবার চেষ্টা করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের প্রাণ বাঁচানোর জন্য। তবে দোয়া করছি খুব দ্রুতই যেন এ পরিস্থিতির শেষ হয়। এদিকে এ নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সরব। ফেসবুকের মাধ্যমে নিজের কাজের তথ্য ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজটি ভেরিফায়েড করেছে ফেসবুক কতৃৃপক্ষ। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আঁচল বলেন, স্বল্প সময়ের মধ্যে দর্শক আমাকে অনেক আপন করে নিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন। এবার ফেসবুকের এই স্বীকৃতি পেলাম। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি আনন্দিত। আর আমার ভক্ত-শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *